চট্টগ্রামের সীতাকু-ে বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ন’দিন পর নগরের পতেঙ্গার আরেকটি বেসরকারি ডিপোতে রাখা কনটেইনারে আগুন দেখে সবাই আতঙ্কিত হয়ে উঠে। গত ১৩ জুন রাতে এ অগ্নিকা- দেখা দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেবাতে সক্ষম হন। ডিপোতে একটি কনটেইনারে রাখা তুলায় আগুন লাগলেও অন্য কন্টিনারে তা ছড়াতে না পারায় এ যাত্রা রক্ষা পাওয়া গেল কোন প্রানহানী ছাড়া। তবে বিএম কনটেইনারের ঘটনায় এ পর্যন্ত ৪৯ জনের প্রানহানী ঘটেছে। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৫৭ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে রয়েছেন ৪৪ জন আর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে আছেন ১৯ জন। এদিকে আরও ২০টি বেসরকারি কন্টিনার ডিপোতে কোনো সুরক্ষা ব্যবস্থা নেই বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।
প্রতিটি মানুষের জীবন মূল্যবান হলেও দেশের অভ্যন্তর মালিক পক্ষের গড়িমসি, গাফিলতি, অসচেতনতায় মানুষের প্রানহানী ঘটছে। কারখানা গুদাম বা ওয়ার-হাউসে যথাযথ কমপ্লায়েসের অনুপস্থিতিতে মালিকদের অসেচতনা তারই ইঙ্গিত করে। তাদের খামখেয়ালিপনার কারণে অসহায় মানুষের প্রানহানী কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। কারখানা পরিদর্শন অধিদপ্তর এসব দেখভাল করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও তা কাগজে-কলমে, বাস্তবে তাদের তৎপরতা দেখা যায় না। উচ্চ দাহ্য-ক্ষমতার রাসায়নিক দ্রব্য মজুদ করন ও সংক্ষনের সম্বন্ধিত নীতিমালা থাকলেও তা মালিক পক্ষ অনুসরণ না করে অনৈতিকতার আশ্রয় নেন।
মিল কারখানা, মজুদ গুদাম, ডিপোসহ কর্মক্ষেত্রে অগ্নি-নিরাপত্তা পরিস্থিতির নিয়মতান্ত্রিক পরিদর্শন খুব জরুরি হয়ে উঠেছে। শুধু তাই নয়, পরিদর্শনের পরে সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা মালিক-পক্ষ নিচ্ছে কিনা তাও তদারক করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তা না হলে এমন প্রানহানী ঘটতেই থাকবে। তাই নিজ নিজ অবস্থান থেকে সবার সচেতন হওয়া জরুরি।মালিক, শ্রমিক, নিয়ন্ত্রণ সংস্থার কর্তৃপক্ষকে নিজ নিজ অবস্থা থেকে সচেতন হতে হবে। পতেঙ্গার ডিপোতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু সীতাকু-ের বিস্ফোরণের আগুনে পুড়ে প্রাণ হারাতে হয়েছে ৪৯ জন তরতাজা মানুষকে।
ফায়ার সার্ভিসের কর্মীরা সে আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা করেছেন। দেড় দিন পর সে আগুন তারা নেভাতে সক্ষম হন। আমাদের ফায়ার ফাইটাররা আগের চেয়ে অনেক দক্ষ, প্রশিক্ষণ প্রাপ্ত। কিন্তু রাসায়নিক আগুন নিয়ন্ত্রণের জন্য যথাযথ নন। বিএম কনটেইনার ডিপোর আগুনের সাথে যুদ্ধ করতে গিয়ে ন’জন ফায়ার ফাইটারকে প্রাণ হারাতে হয়েছে। তাই এখন সময় এসেছে, যে কোনো আগুনের সাথে যুদ্ধ করতে ফায়ার সার্ভিসের কর্মীদের উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা। সাথে আগুন নেভাবার প্রয়োজনীয় যন্ত্র যোগান দেওয়া। আমরা আর আগুনে প্রানহানী দেখতে চাই না। তাই সংশ্লিষ্ট সবার সচেতনতা যথাযথ উদ্যোগ কামনা করছি।