জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, ভূমিকম্প, পাহাড় ধসের মতো ঘটনায় প্রতিবছর ব্যাপক প্রানহানী ও সম্পদের ক্ষতি হচ্ছে। এখন নাগরিক জীবন থেকে শুরু করে গ্রামীণ জীবনেও সুউচ্চ ইমারত তৈরি হচ্ছে। জীবনমান উন্নত করতে ইমারত নির্মাণ হতেই পারে। তবে ইমারত নির্মাণের আগে যথাযথ পূর্ব প্রস্তুতি, সঠিক নিয়ম মানা, নিম্মমানের সামগ্রী ব্যবহার না করা ও ত্রুটি পূর্ণ ডিজাইন অনুসরণ না করা উচিত। প্রকৃত প্রাকৗশলি দিয়ে সঠিক ভূমি নির্ধারণ, সয়েল টেস্ট এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) এর নিয়ম মেনে আবাসিক ইমারত নির্মাণ করা জরুরি। লক্ষ্য কোটি টাকার ইমারত নির্মাণে প্রকৌশলীর সম্মানী দিতে কার্পণ্য না করা উচিৎ।
১৮৯৭ সালের ১২ জুন আঘাত হেনেছিল ইতিহাসের এক ভয়াবহতম ভূমিকম্প। যা বর্তমানে বাংলাদেশ,ভারত, ভুটান, নেপাল ও মিয়ানমারে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতিসাধন করে। তাই ভূমিকম্প সর্ম্পকে সচেতনতা বৃদ্ধির জন্য বিএসআরএস প্রতিবছর এ দিনটিকে বিভিন্ন কর্ম সূচির মাধ্যমে স্মরণ করে। ছোট বড় অনেক ভূমিকম্প ইতোমধ্যে বাংলাদেশ প্রত্যক্ষ করেছে। ১৮৯৭ সালের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো বাংলাদেশের সীমানায় অদূরে বর্তমান মেঘালয়ে। দিল্লী থেকে মিয়ানমার পর্যন্ত ৬ লাখ ৫০ হাজার বর্গকিলোমিটারের অধিক এলাকাজুড়ে ভূমিকম্পটি অনুভূত হয়েছিল। এতে বাংলাদেশসহ ৮ লাখ বর্গকিলোমিটারের বেশি এলাকায় সব ইটের দালান, রেল লাইন, রাস্তা ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়।
ইদানীং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। প্রাণ বা সম্পদ-হানী না হলেও মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে হুড়োহুড়িতে আহত হয়। ২০১৫ সালে নেপালে ভূমিকম্পেও মানুষ মরে নি। তবে যেসব ভবন নিয়ম বহির্ভূত বিল্ডিং কোড না মেনে তৈরি সেসব ভবন ধসে মানুষের মৃত্যু অনিবার্য হয়ে উঠে। তাই এখন বিল্ডিং কোড মেনে ইমারত নির্মাণ সময়ের দাবি।
বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস হিসেবে অনেক দিবস পালন করা হয়। কিন্তু ভূমিকম্প সচেতনতা দিবস পালন করা হয় না।ব্যবসায়ীক খাতিরে রড উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান দিবসটি পালন করলেও এর অন্তর্নিহিত আবেদন জনগনের কাছে পৌঁছচ্ছে না। তাই জাতীয় ভাবে এই দিবসটি পালনের প্রয়োজন। শুধু দিবস পালন নয়, ইমারত প্রস্তুতের সময় সঠিক ভূমি নির্ধারণ করে সয়েল টেস্ট করে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করা হচ্ছে কিনা, তার যথাযথ তদারকি করতে হবে। দেখতে হবে মান সম্মত উপকরণ ব্যবহার করা হচ্ছে কিনা? এ ব্যাপারে সবাই সচেতন হবেন, নিজ ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার জন্য।