সিরাজগঞ্জের রায়গঞ্জের পাঙ্গাসী বাজার এলাকায় ১নং খাস খতিয়ান ভূক্ত সম্পত্তিতে ৫০ বছর যাবৎ দখলে থাকা মোঃ ইসমাইল হোসেন সরকারকে রাতের অন্ধকারে মারপিট করে জবর দখল করেছে একই এলাকার ভূমিগ্রাসী মোঃ উজ্জ্বল সেখ। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় উভয় পক্ষে পৃথক দুইটি অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সরেজমিনে গিয়ে দেখা যায় ১নং খাস খতিয়ান ভূক্ত ১১১৮ ও ২২৫৯ দাগের সম্পত্তিতে বংশ পরস্পর ভোগ দখল করে আসছিল মৃত রওশন আলী সরকারের পুত্র মোঃ ইসমাইল হোসেন সরকার। ওই ভূমি দখলে নেওয়া নিমিত্তে মৃত নুর মোহাম্মদ হাজীর পুত্র মোঃ উজ্জ্বল সেখ বুধবার সকালে রায়গঞ্জ থানায় একটি অভিযোগ করে, ঐ দিবাগত রাত ১১ টায় মোঃ ইসমাইলের দোকানঘরটি জোর পূর্বক জবর দখল করে। এ সময় মারপিটে মোঃ সোহেল সরকার (৩৮) নামের একজন গরুতর আহত হয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ব্যাপারে ইসমাইলের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঐ সম্পত্তি সরকারি ১নং খাস খতিয়ান ভূক্ত। স্বাধীনতার পর থেকে আমরা ঐ জমি দখলে আছি এবং দোকানঘর নির্মাণ করে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে থাকি। অপর দিকে উজ্জ্বল জানান, ঐ জমিটি আমার শ্বশুর মৃত জয়নাল আবেদিন (বলাই) এর পৈত্রিক সম্পত্তি। সম্পত্তিতে দোকানঘর নির্মাণ করে ইসমাইলকে মটর সাইকেল সার্ভিসিং ও মোবাইলের দোকান হিসাবে ভাড়া দেই। এখন তারা দোকানের মালিক বলে দাবি করে। এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উভয় পক্ষের নিকট থেকে পৃথক দুইটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্ব দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।