রংপুরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার সোয়া ১১ টার দিকে নগরীর বীরভদ্র বালাটারি রেল ক্রসিংয়ের এই ঘটনা ঘটে। নিহতের নাম আবদুল করিম (৭৫)। তিনি নগরীর সাতমাথা খাসবাগ এলাকার বসিন্দা।
রংপুর জিআরপি পুলিশের এসআই মোঃ মোস্তফা কামাল জানান, সকাল ১১টা ১০ মিনিটে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুরে আসছিল। ওই সময় আবদুল করিম রেল ক্রসিং পার হচ্ছিলেন। তিনি কানে কম শোনার কারণে ট্রেনের শব্দ শুনতে পায়নি। ফলে ট্রেনের সাথে ধাক্কা লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান। সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান