দিনাজপুরের বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
রোববার (১২ জুন ২০২২) বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ ৩নং শতগ্রাম ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সি অনুষ্ঠিত হয়।
কাউন্সিলের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয়, সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। কাউন্সিলের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলের উদ্বোধক আলহাজ¦ জাকারিয়া জাকা।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে এর প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ন সম্পাদক রাজিউর রহমান,শামীম ফিরোজ আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধনেশ কুমার রায়। এ সময় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিলে আগামী তিন বছরের জন্য ২শ ৫১ ভোটারের মধ্যে ২শ ৪১জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য ভোট প্রয়োগ করেন। ভোট গণনার পর রাত ১০ টায় ফলাফল ঘোষনা করা হয়। এতে ১১১ ভোট পেয়ে ঝাড়বাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সভাপতি নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দি শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান পেয়েছেন ১০১ভোট। সাধারণ সম্পাদক পদে ১১৭ ভোট পেয়ে ঝাড়বাড়ী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শতগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দি শতগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হেলাল ফকির পেয়েছেন ৭৬ ভোট। সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে নিতে খুব শীঘ্রই ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করা হবে।