আমেরিকা প্রবাসী ছেলের বাসায় দীর্ঘদিন অবস্থান শেষে দেশে ফিরেছেন রংপুরের সাবেক পৌর মেয়র এ.কে.এম আবদুর রউফ মানিক।
রোববার রংপুরে আসার সংবাদে স্থানীয় জনগণ ও ভক্ত অনুসারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নিয়ে নগরীতে শো-ডাউন ও আনন্দ মিছিল করেন। এ সময় একটি বিরাট মোটর সাইকেলের বহরযুক্ত হলে মিছিলটি শো- ডাউনে পরিণত হয়। রংপুর নগরীর বিভিন্ন প্রধান পয়েন্ট প্রদক্ষিণ শেষে তাঁর বাসায় গিয়ে আনন্দ মিছিল ও শো-ডাউনটি শেষ হয়। এতে নগরীজুড়ে নানাজনের বিভিন্ন প্রতিক্রিয়ার শুরু হয়েছে। জনসাধারনের প্রশ্ন করেন এবার সাবেক পৌর মেয়র এ.কে.এম আবদুর রউফ মানিক কী সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। এ বিষয়ে সাবেক পৌর মেয়র এ.কে.এম আবদুর রউফ মানিক জানান, আমি রংপুর সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন চাইব। যদি পাই নির্বাচন করব। যদি না পাই তাহলে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করব।