গফরগাঁও সরকারী কলেজ শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা ও কটূক্তির প্রতিবাদে রংপুর কারমাইকেল কলেজ, সরকারী কলেজ ও সরকারী বেগম রোকেয়া কলেজের শিক্ষকরা এক ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন সমাবেশ করেছে। শনিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ প্রাঙ্গনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কারমাইকেল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মামুনুর রশীদের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ রোজাইন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির যুগ্ম সম্পাদক ফিরোজুল ইসলাসহ অন্যরা।
মানববন্ধন সমাবেশে শিক্ষকরা বলেন, কতিপয় ছাত্ররা রাজনৈতিক দলের ছত্র ছায়ায় এসে বিপদগামী হচ্ছে। তারা চাঁদাবাজিসহ শিক্ষকদের উপর হামলার মত ঘটনা ঘটাচ্ছে। যারা শিক্ষা গুরুর মর্যাদা দিতে জানে না সেই সমস্ত ছাত্র নামধারী সন্ত্রাসী দেশের জন্য শুভ নয়। তাদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। অন্যথায় কলেজগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে না। শিক্ষকরা তাদের কর্মস্থলে নিরাপত্তার দাবী জানান।