বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা সভাপতি নির্বাচিত হলেন লাকসামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মেসার্স এগ্রো ইনপুটস্ এর সত্ত্বাধিকারী আলহাজ¦ মোঃ খোরশেদ আলম। সম্প্রতি কুমিল্লা শহরে সীড ব্যবসায়ীদের এক সভায় সকলের সর্ব সম্মতিক্রমে লাকসামের ব্যবসায়ী আলহাজ¦ মোঃ খোরশেদ আলমকে সভাপতি এবং ব্রাহ্মনপাড়া বাজার ব্যবসায়ী মোঃ কবির হোসেন কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি করা হয়। সভাপতি আলহাজ¦ মোঃ খোরশেদ আলম লাকসাম পৌর শহরের কাদ্রা গ্রামের বাসিন্দা ও মরহুম মোঃ মমতাজ মিয়ার বড় ছেলে। তিনি এলাকায় সুপরিচিত ব্যক্তিত্ব ও একজন সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী। তিনি মেসার্স মমতাজ অটো রাইস মিল, মেসার্স মমতাজ মুড়ি মিল, ও মেসার্স মমতাজ এলপিজি অটো গ্যাস ও ফুয়েল ষ্টেশনের সত্ত্বাধিকারী। তিনি দুই ছেলে এক মেয়ের বাবা। আলহাজ¦ মোঃ খোরশেদ আলম বলেন সীড অ্যাসোসিয়েশনের কুমিল্লা জেলা ৫৫ জন সদস্য রয়েছে। সীড ব্যবসায়ীদের কল্যাণে এবং কৃষকদের বোরো, আমন, সবজি ফসল চাষাবাদে সার্বিক পরামর্শ ও ন্যায্য মূল্যে সরবরাহ করা সহ কৃষি সম্প্রসারণ বিভাগের নির্দেশ মতে সীড ব্যবসায়ীরা কাজ করবে। তিনি সকলের দোয়া কামনা করেন।