স্টীলটেকের বাংলাদেশের সেরা অ্যাওয়ার্ড পেলেন লাকসামের বাংলাদেশ এস এস স্টীলের সত্ত্বাধিকারী আলহাজ¦ মোঃ শাহাদাৎ হোসেন মজুমদার স্বপন এবং স্টীলটেকের ১০দিন ব্যাপি সৌন্দর্যময় দেশ ভ্রমন করেন। বিশ^ বিখ্যাত এসএস স্টীল পাইপ কোম্পানি স্টীলটেকের বিক্রয় প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এনুয়াল সেলস্ কনফারেন্সে কুমিল্লায় স্টীলটেকের অনুমোদিত একমাত্র ডিলার লাকসামের প্রায় দুই যুগের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সোনার বাংলা ও বর্তমানে বাংলাদেশ এসএস স্টীল এর সত্ত্বাধিকারী আলহাজ¦ মোঃ শাহাদাৎ হোসেন মজুমদার স্বপন বিক্রয়তে বাংলাদেশে শ্রেষ্ঠত্বের জন্য স্টীলটেক কর্তৃক স্পেশাল বাংলাদেশ সেরা অ্যাওয়ার্ড পদক লাভ করেন। সৌন্দর্য্যময় দেশে বিক্রয় প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত স্টীলটেকের উচ্চ পর্যায়ের এই কনফারেন্সে কোম্পানীর চেয়ারম্যান এমডি, সিইওসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আলহাজ¦ মোঃ শাহাদাৎ হোসেন মজুমদার স্বপন লাকসামে এক কালের খ্যাতিমান ও স্বনামধন্য ব্যবসায়ী মরহুম মোঃ আবদুল বারী মজুমদারের বড় ছেলে এবং লাকসামের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, সাবেক পৌর কাউন্সিলর আলহাজ¦ মোশারফ হোসেন মজুমদারের বড় ভাই। আলহাজ¦ মোঃ শাহাদাৎ হোসেন মজুমদার স্বপন দুই মেয়ে ও এক ছেলের জনক। বিক্রয়তে বাংলাদেশ সেরা শ্রেষ্ঠত্বের জন্য স্টীলটেক কর্তৃক স্পেশাল অ্যাওয়ার্ড পদক লাভ করায় কুমিল্লা তথা লাকসামের প্রত্যন্ত অঞ্চলের সকল ব্যবসায়ীরা তাকে অভিনন্দন জানান। আলহাজ¦ মোঃ শাহাদাৎ হোসেন মজুমদার স্বপন সকলের দোয়া প্রার্থী।