পঞ্চগড়ের বোদা পৌরসভার সাতখামার ইসলামিয়া ফাজিল মাদরাসার অফিস সহকারী মকবুল হোসেন শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ঢাকা ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়ে সহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ আছর মরহুমের নামাজের যানাজা কার্জীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। যানাজা শেষে তাকে কার্জী পাড়া কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বোদা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি লিহাজ উদ্দীন মানিক, বাংলাদেশ প্রেসক্লাব বোদা উপজেলার শাখার সকল সাংবাদিকগণ, সাতখামার ইসলামিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাদেমুল ইসলাম, সহকারী অধ্যাপক হকিকুল ইসলাম সহ মাদরাসার শিক্ষকমন্ডলী ও গভনিং বডির সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।