রংপুরের পীরগঞ্জে কর্মসৃজনের শ্রমিক দিয়ে কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের কাজ করে নেয়ার অভিযোগ উঠেছে শানেরহাট ইউপি চেয়ারম্যান মেসবাহুর রহমানের বিরুদ্ধে। গতকাল বৃহষ্পতিবার দুপুরে উপজেলার ওই ইউনিয়নের কাউয়ার পুকুর বাজার থেকে আমতলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় এ কাজ করা হয়েছে। বিগত ৯ দিন ধরে রাস্তাটিতে কাজ চলছে। জানা গেছে, উপজেলার শানেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাউয়াপুকুর বাজার থেকে শানেরহাট রাস্তার আমতলা পর্যন্ত প্রায় ৩ কিমি রাস্তা কর্মসৃজনের শ্রমিক দিয়ে সংস্কার করা হয়। এদিকে রাস্তাটি সংস্কারে উপজেলা ত্রাণ ও পূনর্বাসন দফতর থেকে ২ লক্ষ টাকা কাবিটা প্রকল্পের বরাদ্দ দেয়া হয়। রাস্তাটিতে কাবিটা প্রকল্প থেকে মাটি কাটা হলেও ৩ দিন ধরে কর্মসৃজনের ১৯ জন শ্রমিক দিয়ে সংস্কার করা হচ্ছে। ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলজার হোসেন বলেন, আমাদের এই কাবিটা প্রকল্পের সভাপতি সংরক্ষিত মহিলা সদস্য পারুল বেগম। আর আমি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করলেও চেয়ারম্যানই সবকিছু জানেন। আমার নেতৃত্বে কর্মসৃজনের ১৯ জন শ্রমিক ৮ দিন ধরে কাজ করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান মেজবাহুর রহমান বলেন, জনস্বার্থে কর্মসৃজনের শ্রমিক দিয়ে শুধু একদিন, আর বুধবার মাগনা কাজ করে নিয়েছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ৮ জুন থেকে কর্মসৃজন কর্মসূচির কাজ বন্ধ হয়ে গেছে। অভিযোগটি শুনলাম। তার পরেও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় বলেন, আমি রাস্তাটি দেখে তারপর এ ব্যাপারে কথা বলবো।