পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম (১৪) নামের এক শিক্ষাথী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বোদা-পঞ্চগড় মহাসড়কের ভাসাইনগর কাজী ফিট মিলের সামনে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাবার মটর সাইকেল নিয়ে দুই বন্ধু ভীমপুকুর হতে বোদা বাজারে দিকে ঘুটতে আসছিলেন। এ সময় কাজী ফিল এলাকার সামনে কাজী ফিট এর কার্গো গাড়ীর ধাক্কায় ঘটনাস্থলে আমিনুল গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত বোদা সদর হাতপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার বন্ধু একটু আহত হয়। একজন শিক্ষার্থীর নিহত হওয়ায় ঘটনায় স্থানীয় এলাকাবাসী বোদা-পঞ্চগড় মহাসড়ক কিছুক্ষুণ অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। নিহত শিক্ষাথী পাথরাজ আদর্শ উচ্চবিদ্যালয়ের ৭ শ্রেণীর ছাত্র এবং ভীমপুকুর গ্রামের আনোয়ার হোসেন পুত্র। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।