রংপুর মহানগরীর পুরাতন ট্রাক ষ্টান্ড সংলগ্ন চার তলা মোড় এলাকায় বৃহসপতিবার সকাল ৭ টার দিকে ইসলামি ছাত্র শিবিরের নেতা কর্মীরা মিছিল বের করলে পুলিশ মিছিল থেকে ৫ ছাত্র শিবিরের নেতা কর্মীকে আটক করেছে। এ ঘটনায় রাতে ৫ শিবির নেতা কর্মী সহ অজ্ঞাত আরো ২০/৩০ জন উল্লেখ করে মেট্রোপলিটান কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান গ্রেফতার ও মামলা হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে বৃহসপতিবার সকাল ৭ টার দিকে নগরীর চারতলা মোড় এলাকা থেকে ইসলামি ছাত্র শিবিরের নেতা কর্মীরা একটি মিছিল বের করে মিছিলটি নগরীর পুরাতন ট্রাক ষ্টান্ডের কাছে এসে পৌছলে পুলিশ মিছিলের গতিরোধ করে সেখান থেকে ৫ শিবির নেতা কর্মীকে আটক করে। এ সময় মিছিল ছত্র ভঙ্গ হয়ে পড়ে অন্যান্য নেতা কর্মীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে মেট্রোপলিটান কোতোয়ালি থানার এস আই গোলাম রবাবানী সাংবাদিকদের জানান নগরীতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে শিবিরের নেতা কর্মীরা লাঠি নিয়ে মিছিল বের করে। পুলিশ তাদের মিছিলেরগতি রোধ করে ৫ নেতা কর্মীকে আটক করা হয়। এরা হলেন মোঃ চাঁন্দ মিয়া (১৯) পিতা আবদুর রহমান বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার হরিশ চন্দ্রপাট গ্রামে, বাদশা আলম (২০) পিতা জোবায়ের আলী বাড়ি নীলপামারী জেলার সদর থানসার কচুকাটা বানিয়া পাড়া গ্রামে, আইনুল হক সোসেল (১৯) পিতা দেলদার আলী বাড়ি রংপুরের বদরগজ্ঞ উপজেলার ছোট হাজিপুর মন্ডলপাড়া গ্রামে, মাইদুল ইসলাম (১৯) পিতা মোকতুজার রহমান এবং লিয়ন আহাম্মেদ (১৯) পিতা বেনজু মিয়া দুজনের বাড়ি রংপুর নগরীর নাজিরদিগর মাইনালী মোড় থানা তাজহাট রংপুর।। এ সময় বেশ কিছু জেহাদী বই ও লাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। আসামীদের আদালতে চালান দেয়া হয়েছে।