"জনশুমারিতে তথ্যদিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন" এ স্লোগানকে সামনে রেখে পরিকল্পনা মন্ত্রণালয় অধিনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিসংখ্যান অধিদপ্তরের আয়োজনে প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা ২০২২ পরিচালনার নিমিত্তে সুপারভাইজার ও গণনাকারীদের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার ব্ক্সগঞ্জ উচ্চবিদ্যালয় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্ক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবদুর রশিদ ভূঁইয়া, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যানের জোনাল অফিসার মহিউদ্দিন, আইটি সুপারভাইজার আহসান আল মামুন সহ ব্ক্সগঞ্জ ইউনিয়নের সকল সুপারভাইজার ও গণনাকারী উপস্থিত ছিলেন।