পঞ্চগড়ের বোদা উপজেলা বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন (বিসিপিআরটিএ) এর সহায়তায় স্যামসাং "জে-৬" মোবাইল ফোন বোদা থানার মাধ্যমে মুল মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল ৯-ই জুন বৃহস্পতিবার বেলা দুপুর ২ঃ০০ ঘটিকায় বোদা বাজার চৌধুরী মার্কেট সোনালী টেলিকম প্রতিষ্ঠানের ওই মোবাইলটি সুজন নামে একজন ব্যক্তি ডিসপ্লে চেঞ্জ করতে আসে, মোবাইল টির ডিসপ্লে চেঞ্জ করার পর সুজন সোনালী টেলিকম এর স্বত্বাধিকারী মোঃ নুরুজ্জামান কে "আই এম ই আই" পরিবর্তনের প্রস্তাব দেওয়ায় বিষয় টি সন্দেহ হয়। পরে সুজন কে জিজ্ঞাসা করার একপর্যায়ে জানা যায় মোবাইল টি গতকাল ফাড়াবাড়ি বাজার থেকে রানিগঞ্জ আসার পথে রাস্তায় পরে থাকা অবস্থায় দেখতে পেয়ে রাস্তা থেকে তুলে নেয় এবং মোবাইলে থাকা সিম টি রিমুভ করে কল আসা যাওয়ার সংযোগ বিছিন্ন করে নিজের কাছে রেখে দেয়। যেহেতু মোবাইলের "আই এম ই আই" পরিবর্তন করা বা করার প্রস্তাব দেওয়া দ-নীয় অপরাধ তাই মোবাইলটির বিষয়ে "বিসিপিআরটিএ"এর মহাসচিব মহোদয় জনাব মোঃ হাজবুল আলম জুলিয়েট এবং বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবু সাঈদ চৌধুরী মহোদয় কে অবগত করা হয় এবং মোবাইলের লকটি সহজ হয়ায় কল লিস্ট বেড় করে একটি নাম্বারে কল করে জানা যায় ওনি মোঃ আবদুর রাজাক "এন এস আই" তে পঞ্চগড় জেলায় দায়িত্বরত আছেন ওঁর ভাতিজা গতকাল এই মোবাইলটি হারিয়ে ফেলেছেন। আজ সন্ধ্যায় বোদা থানার ডিউটি অফিসার এস আই মোঃ জাহিদ এর মাধ্যমে মোবাইলটি মুল মালিকে কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নুরজ্জামান পঞ্চগড় জেলা সভাপতি ওমর ফারুক, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রকাশনা সম্পাদক মোঃ রাজু ইসলাম, বোদা উপজেলা সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সহ অনেকে। মোবাইল ফোনটি মুল মালিকের কাছে হস্তান্তর করার পর এ ব্যাপারে এনএসআই পঞ্চগড় অফিসের সদস্য আবদুর রাজ্জাক এর সাথে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি এমন উদ্যোগে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতা করার আশ^াস দেন।