রংপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এক লম্পট কর্মকর্তার বিরুদ্ধে ৫মাসের সন্তান রেখে স্ত্রীকে তালাক দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোক্তভোগি ওই নারীর সন্তানের ভবিষ্যৎ ও ন্যায় বিচার চেয়ে বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২ সালে ১৯ এপ্রিল ইসলামী শরীয়া মোতাবেক চার লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের শ্যামপুর পুটিমারির বাবুপাড়া এলাকার হাতেম উদ্দিনের ছেলে এবং মাগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মরত মোঃ আইনুল ইসলাম (৩৭) এর সাথে বিয়ে হয় একই উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া বকসীপাড়া এলাকার মোঃ আফছার আলীর মেয়ে মোছাঃ আরফিনা বেগম (২৩) এর। বিয়ের কিছুদিনের মধ্যেই দুই লাখ টাকা যৌতুক দাবী করে আরফিনার উপর শারিরীক ও মানুষিক নির্যাতন শুরু করেন লম্পট আইনুল। এর মধ্যে আরফিনা গর্ভবতী হয়ে পড়েন। এই সুযোগকে কাজে লাগিয়ে আইনুল ও তার পরিবারের লোকজন গর্ভবতী আরফিনা বেগমকে মারপিট করে পিতার বাড়িতে পাঠিয়ে দেন। পিতার বাড়িতে অবস্থানকালে আরফিনা চলতি বছরের ১৫ জানুয়ারি স্থানীয় একটি ক্লিনিকে পুত্র সন্তানের জন্ম দেন। এর পর আরফিনা তিন মাসের শিশু সন্তানকে নিয়ে গত ১৮ই মার্চ স্বামী আইনুলের বাড়িতে উঠলে আবার তার লোকজন তাকে শারীরিক নির্যাতন করে পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। অপরদিকে, গত ৫ফেব্রুয়ারি লম্পট আইনুল স্ত্রী সন্তানকে ঘরে না তুলে একতরফাভাবে ডিভোর্স দেন আরফিনাকে। এতে করে তার কৃষক পিতা আত্মীয় স্বজনরা হতাশায় পড়ে যান। অবশেষে আরফিনা আইনুলসহ ৪জনকে আসামী করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিঃ কোতয়ালি আমলী আদালতে মামলা দায়ের করেন। যৌতুক নিরোধ আইনে মামলা দায়েরের পর আইনুল ইসলাম আদালতে আপোষের শর্তে মুচলেকা দিয়ে জামিন নিয়ে গা ঢাকা দেন। এ ব্যাপারে ভোক্তভোগি ওই নারী আরফিনা বেগম বলেন, বিয়ে পর থেকে আইনুল ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য চাপ দিতে থাকে। আমি বাড়ি থেকে টাকা দিতে ব্যর্থ হলে তারা শারিরীক ও মানুষিক চালায়। তিনি আরও বলেন, শিশু সন্তানের মুখের দিকে তাকিয়ে আদালতে মুচলেকা দিয়ে স্বামী সংসার ফিরে যাই। কিন্তু লম্পট আইনুল আদালতে মুচলেকা দিয়ে কৌশলে আমাকে ডিভোর্স দিয়েছেন। এতে করে শিশু সন্তান নিয়ে নিরাপত্তাহীনাসহ মানবেতর জীবন যাপন করছি। এ বিষয়ে অভিযুক্ত আইনুলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখি বিষয়টি এড়িয়ে যান।