প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি’র প্রতিবাদে প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর মহিলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিকেলে মহানগর আওয়ামী লীগ কার্যলয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে
সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইসমাত আরা বর্ণা, সদস্য সংকরি রায়,যুব মহিলা লীগের সদস্য উমা রানী, মহিলা আওয়ামী লীগের ১৫ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা বেগম, সাধারন সম্পাদক মিলা বেগম ,২৮ নং ওয়ার্ডের সভাপতি আনোয়ারা বেগম, ২৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাসরিন বেগম, ১৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক সাদিয়া হাসান, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুক্তা রানী প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সকল বাঁধা উপেক্ষা করে এ দেশের উন্নয়ন করছেন ঠিক তখনই স্বাধীনতা বিরোধী শক্তি আবারো মাথা চারা দিচ্ছে দেশের এই উন্নয়ন থামিয়ে দেয়ার জন্য।তারা বিভিন্ন প্রোপাগা-া ছড়িয়ে জনগনকে বিভ্রান্ত করার বৃথা চেষ্টা করছে। কিন্তু তাদের এই অপচেষ্টা কখনই সফল হতে দিবে না মহিলা আওয়ামী লীগ ।"