রংপুরের পীরগঞ্জ উপজেলার অবশিষ্ঠ ৩ ইউনিয়নে আগামী ২১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন তিনটি হচ্ছে,৮ নং রায়পুর, ৯ নং পীরগঞ্জ ও ১৩ নং রামনাথপুর। উপজেলা নির্বাচন অফিসার রেজাউল ইসলাম জানিয়েছেন,বর্নিত তিনটি ইউনিয়নেই মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। মনোনয়ন জমাদানের শেষ তারিখ আগামী ২৮ জুন। ৩০ জুন বাছাই এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ জুলাই। আগামী ৮ জুলাই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। ২৭ জুলাই ইভিএম এ তিনটি ইউনিয়নেই নির্বাচন অনৃুষ্ঠিত হবে।