চাঁদপুর রেলওয়ে বড়স্টেশনের পাশে রকেট ঘাট সংলগ্ন এলাকায় রেলের পরিত্যক্ত টিনশেড গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৮ জুন বুধবার সকালে ওই গুদামে ইলিশ মাছ সংরক্ষণ কাজে ব্যবহৃত ককসিটের স্তূপে এই আগুন লাগে।
আগুনোর কালো ধোঁয়া দেখতে পেয়ে এলাকাবাসী ও ফায়ারসার্ভিসের দমকলবাহিনীর প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে।
এতে অল্পের জন্যে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে স্থানীয়
ব্যবসায়ীরা রক্ষা পেয়েছে।
প্রত্যক্ষদশীরা জানান, বিআইডব্লিউটিসি'র রকেটের (স্টিমার ঘাট) পশ্চিম পাশে রেলের পরিত্যক্ত একটি ঘরকে গুদাম বানিয়ে ইলিশ মাছ সরবরাহের ককসিট রেখে ব্যবসা করত স্থানীয় দুই একজন লোক।
এলাকাবাসীর ধারনা শ্রমিকদের বা পথচারীদের সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
তারা বলছেন, এই গুদামের আশপাশেই সিলিন্ডার গ্যাস, জ্বালানি তেলের দোকানসহ অন্যান্য অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।দিনের আলোতে আগুন লেগেছে।তাই সবাই ছুটে এসে আগুন নিভানোর কাজ করেছে।এই আগুন রাতে লাগলে ব্যাপক হত।
বড় ধরনের দুর্ঘটনা এবং ক্ষয়ক্ষতি থেকে ওই এলাকায়কে
আল্লাহই রক্ষা করেছেন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম বলেন, 'আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। কিন্তু এর আগেই স্থানীয়রা ডাকাতিয়া নদী থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ কারণে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে মাছ ঘাট, স্টিমার ঘাট ও রেলস্টেশন। তবে কীভাবে আগুন লেগেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।'
চাঁদপুর রেলওয়ে বড়স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার বলেন, 'আমাদের ওই পরিত্যক্ত ঘরে কেউ থাকেন না। তবে সেখানে মাছ ঘাটের ব্যবসায়ীরা ইলিশ ও অন্যান্য মাছ সংরক্ষণে ব্যবহৃত ককসিট রাখতেন। তবে পুড়ে যাওয়া ককসিটগুলো কার বা কীভাবে আগুন লেগেছে তা আমার জানা নেই।'