রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন গ্রেফতার। গত ০৭ জুন সন্ধ্যা ১৮.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ফারুক খলিল এর অপারেশন পরিকল্পনায় এসআই (নিঃ) স্বপন কুমার রায় এর নেতৃৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি, রংপুর কোতয়ালি থানাধীন বিশ মেগাওয়াট হতে বড়বাড়ি গামী চলাচলের তিন রাস্তার মোড়ে ফেরদৈাস স্টোর নামক মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদকদ্রব্য ৩১৫ (তিনশত পনেরো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা ১। মোঃ মনিরুজ্জামান প্রিন্স (৩৮), পিতা- মৃত আঃ ওয়াহেদ সরকার, মাতা- মোছাঃ মনোয়ারা বেগম, সাং- বড়বাড়ি সরকারপাড়া, থানা- কোতয়ালী, মহানগর রংপুর। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়।