বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে আইন প্রণয়ন, দক্ষতা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থানসহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদানসহ প্রশিক্ষণ উপকরণ, যাতায়াত ও আবাসন ভাতা প্রদান করা হচ্ছে। সরকারের আন্তরিক প্রচেষ্টা ও বিভিন্ন উদ্যোগের কারণে অন্য যে কোনো সময়ের চেয়ে এখন প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মবিশ্বাস বেড়েছে। একই সঙ্গে তাদের মধ্যে দৃঢ় মনোবলে সমাজে প্রতিষ্ঠিত হবার আকাক্সক্ষা বেড়েছে।
বুধবার (৮ জুন) দুপুরে রংপুরে আরডিআরএস ভবনের রোকেয়ো মিলনায়তনে অনুষ্ঠিত ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়নে আইসিটি বিভাগ’ শীর্ষক সেমিনারের অতিথিরা এসব কথা বলেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায় শীর্ষক প্রকল্প এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বক্তারা জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) তত্ত্বাবধানে ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডার-এনডিডিসহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন শীর্ষক প্রকল্প চলমান রয়েছে। বৃহত্তর পরিসরে দেশব্যাপি এই কার্যক্রম সম্প্রসারণের লক্ষে কাজ করছে আইসিটি বিভাগ। গেল পাঁচ বছরে বিসিসি ৩০১ জন এনডিডিসহ মোট ২ হাজার ৮০০ প্রতিবন্ধী ব্যক্তিকে আইসিটি প্রশিক্ষণ প্রদান করেছে। এদের মধ্যে ৮১০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত ৬০০ জনের মতো ব্যক্তিকে ল্যাপটপ দিয়ে সহায়তা করা হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক, সমাজসেবা কার্যালয়ের রংপুর বিভাগীয় পরিচালক (উপসচিব) মোতালেব সরকার।
সভাপতিত্ব করেন বিসিসির ইপিডব্লিউডিআইসিটি প্রকল্প পরিচালক (উপসচিব) মনোয়ার উজ জামান। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের প্রশিক্ষক সাগর পোদ্দার এবং মূল প্রবন্ধ তুলে ধরেন বিসিসির আঞ্চলিক পরিচালক প্রকৌশলী আমিনুল ইসলাম।
সরকারের আগে পরিবার থেকেই প্রতিবন্ধী ব্যক্তিদের মানসিক বিকাশ, দক্ষতার উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিকরণে অভিভাবকদের সিদ্ধান্ত নিতে আহ্বান জানিয়ে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সরকার সম্পদে পরিণত করতে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী সহায়ক প্রযুক্তির উদ্ভাবনে গুরুত্ব বাড়ানো হয়েছে। তাদের কর্মসংস্থানে চাকরি মেলা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করার পাশাপাশি সরকার তাদের জন্য বিশেষ সুবর্ণ কার্ড করেছে। শুধু তাই নয়, সবধরণের প্রতিবন্ধী ব্যক্তিকে সরকার মাসিক ৭৫০ টাকা করে ভাতা সুবিধার আওতায় আনার কাজ করছে সমাজসেবা কার্যালয়। মূলত তথ্য ও প্রযুক্তি শিল্পের বিকাশে দক্ষ মানব সম্পদ উন্নয়নে সরকার বিসিসির মাধ্যমে কাজ করে যাচ্ছে।
সেমিনারে সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান, সংস্থার প্রতিনিধি, কর্মকর্তা এবং চাকরিদাতা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বয়সী প্রতিবন্ধী ব্যক্তিসহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। দিনব্যাপি এ সেমিনারের উন্মুক্ত আলোচনা পর্বে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টিতে পাঁচ ভাগ কোটা সংরক্ষণে তদারকিতা বাড়ানোর ব্যাপারে গুরুত্বারোপ করেন।
প্রসঙ্গত, প্রতিবন্ধী ব্যক্তিদের আইসিটি প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-বিসিসির সাতটি আঞ্চলিক কার্যালয়ে আইসিটি রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। ঢাকার বাইরে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ফরিদপুরে তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সবধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে কাজ করছে প্রতিষ্ঠানটি।