মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পোড়াচক বাউশিয়া কবরস্থানের কাজ ব্যক্তিগত উদ্যোগে উদ্বোধন করলেন গ্রামবাসী
বুধবার সকাল ছয় ঘটিকার সময় কাজ শুরু করে। পোড়াচক বাউশিয়া দক্ষিণ পাড়া কবরস্থানের জন্য দীর্ঘ এক বছর যাবত এলাকাবাসী জমি কিনার জন্য টাকা দিয়েছে। গতো ৩০/৫/২২ইং ২৩ শতাংশ জমি ক্রয় করা হয়। এবং সবেক আইজিপি লেয়াকত আলী খান সাহেব ২০ শতাংশ জমি ও নগদ এক লক্ষ টাকা দিয়েছে, ফজল করিম পরিবার ৯ শতাংশ আকবার আলী১০ শতাংশ জমি।
মোট জমির পরিমান ৬২ শতাংশ এলাকাবাসীর দানের পরিমান ১৭২২০০০ টাকা জমি কিনায় খরচ হয়েছে ১৬৯৪৫০০ টাকা। ক্যাশে আছে ২৭৫০০ টাকা।
এই কজটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবুল বাশার মাষ্টার ও মোঃ শাহাদাত প্রধান।
সহোযোগিতায় ছিলেন। সাবেক আইজিপি লেয়াকত আলী খান সাহেব মাহফুজ ইঞ্জিনিয়ার ডালিম মেম্বার বজলুর রহমান সাত্তার প্রধান আক্তার মাষ্টার জাহান শরীফ জাহিদুল ইসলাম সুদিপ খোরশেদ সরকার তোফায়েল সরকার প্রমূখ।
কবরস্থান এর জমি ভরাট ও ওয়ালের কাজের জন্য অর্থে প্রয়োজন। সকলের সহযোগিতা কামনা করি।
উদ্বোধনের আগে আলোচনা আল্লাহর কাছে দোয়া করেন যাতে দ্রুত এই কাজ শেষ করতে পারেন।