ধান রোপনের মৌসুমে বাজারে সাধারনত বিভিন্ন কম্পানি কিংবা সরকারের অনুমোদিত বীজ দোকান হতে কৃষকের প্রয়োজনে কৃষকেরা বীজ ধান কিনে থাকেন। ব্যাপক ভিড়ে ও ধুম ধামে বিক্রি হয় বীজ ধান। সেই বীজ ধানে রোপিত হয় কৃষকের স্বপ্ন। এবারও প্রতি মৌসুমের মত আমন আবাদের জন্য শেরপুরের নালিতাবাড়ী শহরের শহীদ মিনার মোড়ে রাস্তার পাশে ব্যাক্তি কৃষক পর্যায়ে কৃষকেরা বীজ ধান বিক্রির জন্য ধান বীজ নিয়ে এসেছিল ধানের হাটে। মহা ধুমধানে কৃষক পর্যায়ে এই বীজ কিনতে কৃষক ও নিজস্ব তত্বাবধানে উৎপাদিত ব্যাক্তি ধান বিক্রেতেরা হাটে ধান বিক্রিতে ব্যস্ত। ৩/৫/১০ কেজি পর্যন্ত বিভিন্ন দেশী ও হাইব্রীড ধান বীজের সমাহার নিয়ে হাটে হাজির কৃষকেরা। বিশেষ করে দেশী পাইজাম, রংপুইরা পাইজাম, দেশী সেন্টু, হরি, সুগন্ধি কালিজিরা, হাইব্রীডসহ নানা জাতের ধানের পসরা নিয়ে বসেছেন কৃষকেরা। তাইতো বিভিন্ন দামে কৃষকের নিজস্ব হাতের তৈরি ধান বীজ বিক্রিও হচ্ছে প্রচুর। কৃষক পর্যায়ে একজন ধান বিক্রেতা শহর আলী বলেন, আমাদের নিজস্ব ভাবে তৈরিকৃত এই বীজ ধান কৃষকেরা স্বাচ্ছন্দভাবে কিনে থাকেন। কারণ আমরা তাদের জন্য বিশেষ যতেœ এই বীজ ধান বিশেষ ভাবে যতœ, সংরক্ষন ও বাজারজাত করে থাকি।