কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:দেব দাস দেবের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান সামছুউদ্দিন কালু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব, নাঙ্গলকোট থানা অফিসার ইনর্সাজ মো ফারুক হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের, শিক্ষা অফিসার মিনহাজ উদ্দিন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাও: ছাদেকুর রহমান, ডা: আরিফ ইমরান, মক্রবপুর ইউপি চেয়ারম্যান গোলাম মর্তুজা চৌধুরী মুকুল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জালাল আহম্মেদ ভূঁইয়া প্রমুখ।