লাকসাম পৌরসভার ২০২২-২০২৩ইং অর্থ বছরে ১৬৮ কোটি ৬ লাখ ১০ হাজার ৭ শত ৯১ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল লাকসাম পৌরসভা কনফারেন্স রুমে লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষনা করেন। এবারের বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ১৬৮ কোটি ৬ লাখ ১০ হাজার ৭ শত ৯১ টাকা এবং সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১৬৬ কোটি ২৬ লাখ টাকা। বাজেটে উদ্ধৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৭৯১ টাকা। বাজেটে রাজস্ব আয় ২৪ কোটি ১৬ লাখ ৭০ হাজার ৪৬৪ টাকা এবং বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয় ২৩ কোটি ১৩ লাখ টাকা। রাজস্ব উদ্ধৃত্ত ধরা হয় ১ কোটি ৩ লাখ ৭০ হাজার ৪৬৪ টাকা। বাজেটে উন্নয়ন আয় সরকার ও বিভিন্ন প্রকল্প খাতে ধরা হয় ১৪১ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ৭৭৫ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয় ১৪১ কোটি ২৮ লাখ টাকা। এ ছাড়া বাজেটে রাস্তা নির্মাণ খাতে বরাদ্ধ সর্বোচ্চ ৪০ কোটি, পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসন কল্পে ড্রেনেজ ব্যবস্থার জন্য বরাদ্ধ রাখা হয়েছে ১৫ কোটি টাকা, পৌর সুপার মার্কেট নির্মান খাতে বরাদ্ধের পরিমাণ ২ কোটি টাকা। পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করার লক্ষে পানি লাইন সম্প্রসারনের কাজ এবং আয়রন ট্রিটমেন্ট প্ল্যান নির্মানের কাজ চলমান। এ খাতে ব্যয় বরাদ্ধ রাখা হয়েছে ৪ কোটি টাকা। পৌর এলাকায় বিদ্যমান বিভিন্ন ড্রেন পরিষ্কার, মেরামত ও রক্ষনা বেক্ষনের জন্য ৪৮ লাখ ৫০ হাজার টাকা। অবকাঠামো মেরামত ও সংরক্ষণ খাতে ২ কোটি ২০ লাখ টাকা এবং অবকাঠামো ও স্থাপনা পরিচালনা রক্ষনাবেক্ষণ মোবাইল মেন্টেইনেন্স টিমের জন্য ৫৮ লাখ টাকা বরাদ্ধসহ বিভিন্ন খাতে বরাদ্ধ রাখা হয়। বাজেট ঘোষনাকালে এ সময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার প্রধান নির্বাহি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ শাহজাহান মজুমদার, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র খলিলুর রহমান, কাউন্সিলার গোলাম রাব্বানী, লাকসাম পৌরসভার সচিব মোঃ শরীফ লাকসাম পৌরসভার প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা ও সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আখতার হোসেন, প্রধান সহকারী ও সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের, হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, উচ্চমান সহকারী মোঃ নুরুল ইসলাম, নকশাকার শিশির কুমার আশ্চার্যসহ পৌরসভার বিভিন্ন কাউন্সিলর বৃন্দ, মহিলা কাউন্সিলর বৃন্দ ও কর্মকর্তা কর্মচারীগন।