সমুদ্র দূষণ রোধ ও সমুদ্রের স্বাস্থ্য রক্ষার দাবি জানিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় উদযাপন হলো বিশ্ব মহাসাগর দিবস।
পুনরুজ্জীবনঃ মহাসাগরের জন্য যৌথ কর্ম এ শ্লোগান নিয়ে গবেষণা প্রতিষ্ঠান ইকোফিস-২ প্রকল্পের আয়োজনে লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বুধবার বেলা ১১টায় দিবসটি অনুষ্ঠিত হয়।
ভবিষত প্রজন্মকে সচেতন করতে সমুদ্র জীবনের জন্য কি দরকার, সমুদ্র কেন দূষণ হচ্ছে এবং সমুদ্র স্বাস্থ্য রক্ষায় করনীয় কি বিষয়ের উপর ভিডিও প্রদর্শণী ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
ইকোফিস-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতির সভাপতিত্বে আলোচনা করেন কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, টোয়াক'র সভাপতি রুমান ইমতিয়াজ তুষার প্রমুখ।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে প্রতি বছরের ৮ জুন দিবসটি পলিত হচ্ছে। দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো, সাগর-মহাসাগর সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলা।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবারই প্রথম কলাপাড়ায় বিশ্ব মহাসাগর দিবস পালিত হয়েছে।