দিনাজপুরের হাকিমপুরে তিন ঘন্টা সাঁড়াশি অভিযান চালিয়ে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধারসহ আঃ রাজ্জাক (৩০) নামে একজনকে আটক করছে পুলিশ।
সোমবার (৬ জুন) উপজেলার পাউশগাড়া গ্রাম থেকে চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার কর হয়। আটককৃত হলেন রংপুর জেলার কাউনিয়া থানার হরিশ্বর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
সোমবার দুপুর ২ টার দিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পলাশ গ্রামের ফজলুর রহমান এর ছেলে শহিদুল ইসলাম (৪০) এর ইজিবাইক হারিয়ে গেছে মর্মে থানায় তার বাবা অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ৬ মে পাঁচবিবি অটোষ্ট্যান্ড থেকে আসামি আ: রাজ্জাক তার স্ত্রীসহ ইজিবাইক ভাড়া করে হিলির উদ্দেশ্যে আসার পথে হাকিমপুর পৌর শহরের উত্তর বাসুদেবপুর (স্বর্ণপটি)এলাকায় এসে পৌঁছালে আসামি কৌশলে ইজিবাইক চালক শহিদুল ইসলামকে কোমল পানীয় এর সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে খাওয়ায়। কিছুক্ষন পরে অটো চালক অচেতন হয়ে পড়ার উপক্রম হয়ে পড়লে ওই আসামীর স্ত্রী এবং অজ্ঞাত পলাতক আসামি উভয়েই ইজি বাইকটি স্বর্ণপট্টি এলাকা থেকে চুরি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনাস্থলে লোকজন জড়ো হয়ে আসামি আঃ রাজ্জাককে আটক করেন এবং ইজি বাইক চালক অসুস্থ হয়ে পড়লে তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান স্থানীয়রা।
পরে ইজিবাইক চালকের বাবা ফজলুর রহমান এর এজাহারের প্রেক্ষিতে ঘটনার সত্যতা থাকায় আসামি আঃ রাজ্জাকসহ দুই জন পলাতক আসামীর বিরুদ্ধে হাকিমপুর থানা মামলা গ্রহণ করে। মামলা নং-০৩ মামলার তদন্তকারী অফিসার এসআই বেলাল হোসেন অভিযান চালিয়ে থানার খট্টামাধবপাড়া ইউনিয়নের পাউশগাড়া গ্রাম থেকে চোরাই ইজিবাইকটি উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ০২ (দুই) জন আসামি পালিয়ে যায়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার শামীম আটককৃতের বিষয়টি নিশ্চিত করেন বলেন,পলাতক আসামি সহ ইজি বাইক চুরি পুরো চক্রকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।