জাতীয় করণ বঞ্চিত চলমান ও যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ জাতীয় করনে এক দফা দাবীতে রংপুর বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে রংপুর টাউনহলে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ শাহাজাহান আলী সাজুর সভাপতিত্বে ও বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নওসাদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা আবদুল মান্নান, অরুন কুমার রায়, আবদুল কাদের, শাহাদৎ হোসেন, মসিইর রহমান লেবু, রংপুর বিভাগীয় কমিটির সাঃ সম্পাদক ধরনী মোহন রায়।
বক্তরা বলেন ,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নকল্পে ৯ জানুয়ারী ২০১৩ ইং তারিখে ঐতিহাসিক ঘোষনায় উল্লেখ করেছিলেন, আজ থেকে বাংলাদেশে আর কোন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। তাই বেসরকরি বিদ্যালয়গুলো জাতীয়করণের আন্তুর্ভূক্ত করে বঞ্চিত শিক্ষকদের পরিবারগুলোর জীবিকা নির্বাহের পথ সুগম করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।