কুমিল্লার হোমনায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকপর্যায়ের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে রোবটিক্স এবং প্রোগ্রামিং বিষয়ক উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের পক্ষ থেকে এসব উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে রোববার বিকেলে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিজাজনুর রহমান, কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, অ্যাকাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।