পিরোজপুরের নাজিরপুরে মো. শফিকুজ্জামান (৫০) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করেছেন স্থানীয়রা। তিনি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার উর্ফি গ্রামের মুহিত মোল্লা ছেলে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ওই সেনা সদস্য গত শনিবার সকালে মোটর সাইকেলে করে গোপালগঞ্জ থেকে পিরোজপুরে যাচ্ছিলেন। এ সময় উপজেলার দীঘিরজান পেট্রোলপাম্প সংলগ্ন স্থান থেকে এক ভ্যান চালককে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে ফেলে যান। একই দিন সন্ধ্যার দিকে তিনি পিরোজপুর থেকে গোপালগঞ্জ ফেরার কালে পিরোজপুরের কদমতলা বাজারের এক দোকান থেকে তার মোটরসাইকেলে ৫লিটার পেট্্েরাল ভরে দোকাদারকে টাকা না দিয়ে দ্রুত মোটর সাইকেল চালিয়ে চলে আসেন। পরে দোকানদার তাকে ধাওয়া করে নাজিরপুরের দীঘিরজানের ওই পেট্রোল পাম্পের কাছে আটক করে। এ সময় স্থানীয়রা তাকে মারপিট করে গুরুতর আহত করে। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সংযুক্তা সাহা জানান, তাকে মারপিট করে গুরুতর আহত করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।