চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন শনিবার সকালে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের দল। কারণ মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়েই আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগ কখনো কোনো অন্যায় অনিয়মকে প্রশ্রয় দেয় না। আওয়ামী লীগের কাজ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সকলে ঐক্যবদ্ধ ভাবে দলকে সুরক্ষিত রাখা। আজকে যারা আওয়ামীলীগকে হটানোর দুঃস্বপ্ন দেখছে তাদের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ সব সময় সোচ্চার ছিলো এখনও আছে ভবিষ্যতেও থাকবে। যেকোনো পরিস্থিতি
মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।
এ সময় নিজ দলের বিতর্কিতদের সমালোচনা করে তিনি বলেন, আমাদের কেউ বেছকি দেখাবেন। আর আমরা ভয় পেয়ে চুপ করে থাকব। এরকম দুঃস্বপ্ন দেইখেন না। আমরা দায়িত্ব নিয়ে রাজনীতি করি। রাজনীতিতে এসেছি দল ও দলের মানুষের জন্য কাজ করতে। নিজের ভাগ্য পরিবর্তন করতে রাজনীতিতে আসি নাই।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ¦ ড. মোঃ শামছুল হক ভূঁইয়া,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রব ভূঁইয়া, মনজুর আহমেদ, আবদুর রশিদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, আহসান উল্লাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী,তথ্য ও অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর,শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য রফিকু উল্লাহ,
অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, বেলায়েত হোসেন গাজী বিল্লালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সবশেষে সভায় গৃহীত সিদ্ধান্ত গুলো জানান জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। সিদ্ধান্ত গুলো হল ১। হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারীকে শোকজ। ২। লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম খানকে বহিষ্কার। ৩। ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।৪। ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা।