গাইবান্ধার পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটি’র সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারসহ গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী প্রেস ক্লাব এবং রিপোর্টার্স ইউনিটি পলাশবাড়ীর যৌথ আয়োজনে শনিবার (৪ জুন) দুপুরে পৌরশহরের চৌমাথা মোড়ে পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পলাশবাড়ী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহ-সভাপতি মুশশফিকুর রহমান মিল্টন, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন, রিপোর্টার্স ইউনিটি’র পলাশবাড়ীর সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান মন্ডল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পলাশবাড়ী প্রেস ক্লাব সদস্য আমিরুল ইসলাম কবিরসহ অন্যান্যরা। এ সময় পলাশবাড়ী প্রেস ক্লাব ও রিপোর্টাস ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আশরাফুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে ওই ঘটনার তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে শাস্তির দাবী জানান।