কুমিল্লার হোমনায় বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ স্লোগানের প্রেক্ষিতে শনিবার বেলা বারোটায় থানা ফটকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা। এর আগে উপজেলা লঞ্চঘাট রোডের স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদের রাজনৈতিক কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য খন্দকার মহিউদ্দিন, যুগ্ন সম্পাদক গাজী ইালয়াস, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান খন্দকার, আওয়ামী যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কায়সার আহমেদ বেপারী, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, কৃষকলীগ আহ্বায়ক মনির হোসেন সওদাগর, সাবেক ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ও বর্তমান সভাপতি ফয়সাল সরকার, সাধারণ সম্পাদক ফোরকানুল ইনলাম পলাশ প্রমুখ।
অপরদিকে আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয় থেকে অনুরূপ আরেকটি মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কাশে প্রধান ও যুবলীগ নেতা মনিরুজ্জামান টিপু প্রমুখ।