কুমিল্লার হোমনায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মূল আসামি কামালকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ঢাকার হাতিরঝিল থানার সহযোগিতায় ওই এলাকার এক পরিচিত জনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি মো. সাইফুল ইসলাম। শনিবার সকালে তাকে কুমিল্লা কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আসামি কামাল হোসেন ঘাগুটিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত মোরশিদ মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, গত রোববার (২৮ মে) বিকেলে শিশুটি অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। এমন সময় প্রতিবেশী কামাল শিশুটিকে গাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে নিজ ঘরে ধর্ষণ করে। সন্তানের খোঁজে মা ওই বাড়িতে যায়। তখন শিশুটি চিৎকার করতে করতে কামালের ঘর থেকে বের হয়ে আসতে দেখেন তিনি।
এতে শিশুটি অসু¯’ হয়ে পড়লে মা ও পরিবারের অন্যরা তাকে উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ধর্ষণের আলামত পেয়ে থানাকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনা¯’লে যায়। বিষয়টি জানাজানি হয়ে গেলে কামাল দ্রুত পালিয়ে যায়। শিশুটির ডাক্তারি পরীক্ষার পরদিন সোমবার রাতে শিশুটির মা বাদী হয়ে কামালকে আসামি করে হোমনা থানায় একটি ধর্ষণ মামলা করেন। বর্তমানে শিশুটির দরিদ্র পরিবার অসহায় ও আতঙ্কে দিনাতিপাত করছেন।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শিশু ধর্ষন মামলার আসামি কামালকে ঢাকার হাতীরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে কুমিল্লা কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।