ভোলার দৌলতখানে কুমিল্লার গাজা ব্যবসায়ী রাকিবকে আটক করেছে দৌলতখান থানা পুলিশ। বুধবার বিকালে দৌলতখানের বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটের টার্মিনাল থেকে তাকে গাজাসহ আটক করা হয়। দৌলতখান থানা সূত্রে জানায়, দৌলতখান থানার অফিসার ইনচার্জ বজলার রহমানের সার্বিক তত্ত্বাবধানে ভবানীপুর ইউনিয়ন হইতে ২ কেজি ৬৫০ গ্রাম গাজাসহ মাদক কারবারি রাকিবকে আটক করেছে পুলিশ।
এসআই (নিরস্ত্র) স্বরূপ কান্তি পাল সহ সঙ্গীয় ফোর্স দৌলতখানের ভবানীপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ ঘাটের পল্টনের উপর মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাকে হাতে-নাতে মোঃ রাকিবকে আটক করে। তার বাড়ি কুমিল্লা থানার চৌদ্দগ্রামে। সে টিনের কৌটার ভিতরে ২ কেজি ৬ শত ৫০ গ্রাম গাজা নিয়ে দৌলতখানে এসে ব্যবসা করছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।