জামালপুরের মেলান্দহে আমপাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠে কৃষক জল হক (৫০) মারা গেছে। নিহত কৃষক আবদুল হকের ছেলে। ১ জুন দুপুরে মাভাগিনার গ্রামে দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানান-দুপুরের দিকে কৃষক জল হক নিজ বাড়িতে আমপাড়ার জন্য হাতে বাঁশের কঞ্চি নিয়ে গাছে ওঠে। অসাবধানতা বশত: কঞ্চি দিয়ে আম গাছের ডালে নাড়াচাড়া করতেই বিদ্যুতায়িত হয়ে গাছের ডালেই আটকা পড়ে মারা যায়। মেলান্দহ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবদুল লতিফ জানান- খবর পেয়ে আমাদের একটি টিম কৃষক জল হকের মৃতদেহ উদ্ধার শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।