হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পানিতে পড়ে সাহেরা আক্তার (২) এ শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।
স্থানীয় ইউ/পি সদস্য বাহারুল ইসলাম জানান সোমবার সকালে সাহারা আক্তার পুকুরের পানিতে ভাসতে দেখে স্বজনরা দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।