উপজেলার সদরা কুতুবপুর আমিনিয়া সিনিয়ার(আলিম) মাদ্রাসার অধ্যাক্ষের বিরুদ্ধে শতাধিক অভিভাবক ও এলাকাবাসী সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ৮ লাখ টাকা তছরুপের অভিযোগ করেছেন। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে,উক্ত মাদ্রাসার পাশের্^ই সদরা কুতুবপুর কাশিমপুর ও শ্যামপুর এলাকার দানশীল ব্যক্তিবর্গ ইসলামি শিক্ষা প্রসারের জন্য ১০ একর জমি মাদ্রাসার নামে বিভিন্ন সময়ে দান করেন। বর্তমানে ওই মাদরাসার নিয়মিত পরিচালনা কমিটি না থাকায় ধুরন্ধর অধ্যক্ষ জনৈক এক শিক্ষকের স্ত্রী আসমা আক্তারের নামে ৩৬ শতক জমি দিয়ে ২৫ শতক জমি রেওয়াজ বদল করেছেন। অথচ রেজওয়া বদলকৃত জমির মূল্য শ্রেণি ভেদে মাদ্রাসার জমি চেয়ে অর্ধেক মূল্যের চেয়েও কম। এতে প্রায় ৭ সাত লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সম্প্রতি মাদ্রাসা মাঠে অনুমতি ছাড়াই ১০টি মেহগনিগাছ কর্তন করলে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। পরে গাছগুলো জব্দ করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের জিম্মা রাখা হয়। যাহা আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। অভিযোগে আরও উল্লেখ করা হয়,পূর্বে লীজ দেয়া জমিতে লীজগৃহিতারা বাড়ী ঘর নির্মান, পুকুর খননসহ নানা অবকাঠামো তৈরি করে জমির শ্রেণী পরিবর্তন করেছেন। এলাকাবাসী নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত অধ্যক্ষ মাও: রফিকুল ইসলামের এসব অনিয়ম ও স্বেচ্ছাচারিতা বিষয়ে সরেজমিন তদন্ত পুর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান। এ বিষয়ে অধ্যক্ষ মাও: রফিকুল ইসলামের নিকট জানতে চাপওয়া হলে তিনি বলেন-ঘটনা সত্য, আপনাদের যা ইচ্ছে লেখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা- বিরোদা রানী রায় বলেন- অভিযোগ পেয়েছি তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।