রংপুরের পীরগঞ্জ উপজেলার নিভৃত পল্লী পাচগাছি ইউনিয়নের এনায়েতপুর গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী ধর্ষিত হযেছে। তার বাড়ি মিঠাপুকুর উপজেলা মিজাপুর গ্রামে বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, সাহাপুর গ্রামের রফিকুল ইসলাম( মিষ্টার) এর ছেলে ইমরান মিয়া শুক্রবার সন্ধায় নানার বাড়ির পাশে একটি পাটের জমিতে ওই ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষন করে। নানার বাড়ির লোকজন অনেক খোজাখুজির পরে রাত ৮ টায় বাড়ির পাশে পাটের জমি থেকে দুই জন কে আটক করে। পরেরদিন সকালে বিচারের জন্য ১১ নং পাঁচগাছি ইউনিয়নের চেয়ারম্যান বাবলু মিয়ার নিকট মেয়েটিকে নানা পরিবারের লোকজন নিয়ে যায়। চেয়ারম্যান বাবলু মিয়া মেয়ের মুখে ঘটনা জেনেশুনে বৈঠকের সময় নির্ধারন করেন। চেয়ারম্যান, মেম্বারসহ জাহাঙ্গীরাবাদ সমকাল এনজিওর পরিচালক আবদুল হামিদসহ ২০ থেকে ৩০ জন ব্যক্তি বিষয়টি ধামাচাপা দিতে সাহাপুর গ্রামের একটি কেজি স্কুলে শনিবার সন্ধায় বৈঠক বসে। বৈঠকে ছেলে পক্ষের কাছে ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে ধর্ষনের বিষয়টি মিমাংসা করে। বৈঠকে উপস্থিত লোকজন জানায়, ১ লক্ষ ২০ হাজার টাকায় মিমাংসা হয়েছে। ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া আরও বলেন- থানা পুলিশের অনুমতি নিয়েই তার উপস্থিতিতে ১ লক্ষ টাকায় মিমাংসা করা হয়। যেখানে প্রচলিত আইনে ধর্ষনের কোন ঘটনা মিমাংসা যোগ্য নয়,সেখানে একজন ইউপি চেয়ারম্যান ধর্ষনের মামলা মিমাংসা করেন কিভাবে ?