রংপুরের পীরগাছায় আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ এর পরিচালক আবদুস সামাদ পিভিএমএস।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুছা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক হারুন অর রশিদ সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা: ফারজানা কাদের সুমি, ইটাকুমারী ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশারসহ অনেকে। সমাবেশে প্রশিক্ষণ প্রাপ্ত ৯ জন ইউনিয়ন কমান্ড্যান্টকে বাই সাইকেল, ছাতা, একজনকে সেলাই মেশিন এবং সকল নারী ও পুরুষ আনসার সদস্যদের উপহার প্রদান করা হয়। এর আগে অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা: ফারজানা কাদের সুমি।