রংপুরের পীরগাছায় ক্ষুদ্র উদ্যোগতা সৃষ্টির লক্ষে আয় বর্ধন মূলক কর্মসূচি বাস্তবায়নে উপজেলার ৪০০ পরিবারের মাঝে ২০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার কৈকুড়ী ও পারুল ইউনিয়নের এসব পরিবারকে নগদ ৫ হাজার করে টাকা বিতরণ করা হয়। ইসলামিক রিলিফ বাংলাদেশ পীরগাছা উপজেলা শাখার সহযোগিতায় উপজেলার বকসীর দীঘি বাজারস্থ ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ফিল্ড অফিসে টাকা তুলে দেন কৈকুড়ী ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম মিয়া। পারুল ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে টাকা বিতরণ করেন পারুল ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সীড প্রকল্পের আওতায় দুটি ইউনিয়নে টাকা বিতরণ কালে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ রংপুরের সহকারি হিসাব রক্ষণ কর্মকর্তা এনামুল হক, পীরগাছা উপজেলা প্রজেক্ট অফিসার মনজুরুল ইসলাম, কৈকুড়ী ইউনিয়নের ইউপি সদস্য আফছার আলী প্রমুখ।