দক্ষিণ চট্টগ্রামে দুইটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত চন্দনাইশ উপজেলায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে ডায়গনস্টিক সেন্টার। এ উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১৪টি ডায়গনস্টিক সেন্টার রয়েছে। তম্মধ্যে চন্দনাইশ সদর-১টি গাছবাড়িয়া -২টি দোহাজারীতে ৬টি বরকলে-১টি কাঞ্চননগরে-২টি বৈলতলীতে-১ ও সাতঘাটিকা পুকুর এলাকায়-১টি। এসব ডায়গনস্টিক সেন্টারে সরকারি বেসরকারি হাসপাতালের ডাক্তাররা ব্যক্তিগত চেম্বার হিসাবে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। সংশ্লিষ্ট প্রশাসনের তদারকি না থাকায় অসংখ্য ডায়গনস্টিক সেন্টারের মধ্যে অধিকাংশই স্বাস্থ্য বিভাগে আবেদন কেউ বা লাইসেন্স নবায়ন ছাড়াই বছরের পর বছর স্বাস্থ্য সেবার নামে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মালিকরা ইচ্ছে মাফিক রোগিদের কাছ থেকে টাকা হাতিয়ে নিলে ও সরকার হারাচ্ছে রাজস্ব। এ ব্যাপারে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আর এম ও আবু রাশেদ মোহাম্মদ নুর উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা স্বীকার করে বলেন চন্দনাইশে অনেক ডায়গনস্টিক সেন্টার প্রযোজনীয় কাগজপত্র নেই তাদেরকে এক সপ্তাহের মধ্যে কাগজপত্র ঠিক করার জন্য সময় দেওয়া হয়েছে। অন্যতায় বন্ধ করে দেওয়া হবে বলে জানান।