জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে রংপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। রোববার সকালে ক্যান্টপাবলিক স্কুল এ- কলেজ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ডিআইজি রংপুর রেঞ্জ দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর কলেজ অডিটরিয়ামে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের আত্মদানকারীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে একটি শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।