পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল-দশমিনা মহাসড়কের কালাইয়া টেম্পুষ্টান্ড, গ্রামীন ব্যাংক সংলগ্ন ও পঞ্চায়েত বাড়ি এলাকায় সড়ক দখল করে ইটের ব্যবসা করেছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে করে সড়ক দিয়ে যানবাহনসহ পথচারীদের যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
সরজমিনে দেখা গেছে, উপজেলার কালাইয়া বন্দরের দশমিনা টেম্পুষ্টা-, গ্রামীন ব্যাংক ও পঞ্চায়েত বাড়ি সংলগ্ন বাউফল-দশমিনা মহাসড়কের পশ্চিম পাশের খালের পাড় থেকে মূল সড়কের অনেকাংশ জায়গা দখল করে ইট রেখে ব্যবসা করছেন কয়েকজন ব্যবসায়ী। সড়ক দখল করে ইট রাখার কারণে সড়কটি সংকোচিত হয়ে গেছে। গাড়ি সড়কের উপর রেখে ইট লোড আন লোড করা হয়। এ কারণে সড়ক দিয়ে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সড়কের পাশে ইট রেখে ব্যবসা করছেন বিসমিল্লাহ্ এন্টারপ্রাইজের মালিক সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুর রহমান সুমন ও জসিম এন্টারপ্রাইজের মালিক মো. জসিম উদ্দিন।
এই সড়কের অটোরিক্সা চালক শহিদুল ইসলাম বলেন, তিনি কালাইয়া-দশমিনা সড়কে দৈনিক যাত্রী নিয়ে আসা-যাওয়া করেন। প্রায়ই এই সড়কের কয়েকটি স্থান দখল করে ইট রাখার কারণে অটো রিক্সাসহ গাড়ি চলাচলে প্রতিবন্দকতার সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কালাইয়া টেষ্পুষ্টান্ডের দায়িত্ত্বরত এক ব্যক্তি বলেন, সড়ক দখল করে যারা ব্যবসা করছেন তাঁরা সবাই ক্ষমতাশীন দলের লোক। যে যার মতন করে সড়ক দখল করে ইট রেখে ব্যবসা করছেন। ষ্টান্ড কর্তৃপক্ষ বারবার বলার পড়েও দখলদাররা তারা তাদের ইট সরাচ্ছেননা।
এ বিষয়ে সাইদুর রহমান সুমন ও মো. জসিম উদ্দিন সড়ক দখলের অভিযোগ অস্বিকার করে বলেন, ইট গুলো সড়কের পাশে রাখি। তাতে খুব এক সমস্যা হয় না। যারা আমাদের বিরুদ্ধে সড়ক দখলের অভিযোগ তুলেছেন তারা আমাদের প্রতিপক্ষ।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, সড়ক দখলের বিষয়টি গুরুত্বসহকারে দেখে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।