পটুয়াখালীর বাউফল উপজেলায় বৃহস্পতিবার বেলা ১১টায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়েছে। দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী এমপি, সম্পাদক শ্যামল দত্তসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যপক আমিরুল ইসলামে সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ৈ অতুল পাল, কামরুজ্জামান বাচ্চু, আসাদুজ্জামান সোহাগ, দেলোয়ার হোসেন, আরেফিন সহিদ, সাবেক সাধারন এবিএম মিজানুর রহমান, জহিরুল হক ভূইয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, বাউফল প্রেসক্লাবের সাধারন সম্পাদক অহিদুজ্জামান ডিউক।
প্রসঙ্গত, কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচন কে নিয়ে গত ১৫মে দৈনিক ভোরের কাগজ পত্রিকায় কুমিল্লার শীর্ষ মাদককারবারী রিফাদ এখন নৌকার কা-ারী এ শিরোনামে নিউজ প্রকাশ হলে নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাদ ক্ষুদ্ধ হয়ে মামলা করেন।