রংপুরের পীরগঞ্জে একটি মিনি স্টেডিয়াম নির্মিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর নামে। উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে স্টেডিয়ামটি নির্মান করা হবে। গত বুধবার (২৫ মে) বিকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদের উন্নয়ন শাখার প্রজেক্ট ইঞ্জিনিয়ার প্রকৌশলী হেদায়েতুল হক মির্জা উপজেলার লালদিঘী নামকস্থানে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য জমি পরিদর্শন করেছেন। এ সময় ড. এমএ ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম ছায়াদত হোসেন বকুল, উপজেলা ভুমি অফিসের কানুনগো আতাউল হক, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা লিয়াকত আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মেরাজুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গত বছরের ৪ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দেশের ১৮৬ টি উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ (২য় পর্যায়) প্রকল্প অনুমোদন দেয়া হয়। স্টেডিয়ামটি পীরগঞ্জ পৌরসভার পঁচাকান্দর গ্রামে নির্মানের পরিকল্পনা ছিল। সেখানে ৩ একর জমি না পাওয়ায় পীরগঞ্জ সদর ইউনিয়নের লালদীঘি নামকস্থানে স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়। প্রায় ১ হাজার ১'শ জন দর্শক ধারন ক্ষমতাসম্পন্ন প্রস্তাবিত স্টেডিয়ামটির দৈর্ঘ্য ৪১০ ফুট এবং প্রস্থ ৩১৯ ফুট হবে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার হেদায়েতুল হক মির্জা জানান, উপজেলা প্রশাসন জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে প্রস্তাব পাঠানোর পরই আমরা স্টেডিয়ামের ডিজাইন করবো। এ ক্ষেত্রে জমির প্রস্তাবনা যত দ্রুত দেয়া হবে,তত দ্রুত স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে।