চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীস্থ দিয়াকুলে আধ্যত্মিক সাধক মোসলেম ফকিরকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে দুর্বৃত্তদের।
গত (২৫ মে) বুধবার সন্ধ্যায় মাগরিবের আযানের পূর্বে ওই ফকিরের বাসায় কেউ না থাকার সুবাধে দৃর্বৃত্তরা প্রবেশ করে তার কাছে প্রথমে তাদেরকে ঝাড়ফুকু দেয়ার কথা বলে তার পাশে বসে টাকার দাবি করে। এতে অনিহা প্রকাশ করায় দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে শোরচিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এসে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে দোহাজারী হাসপাতালে
পরে তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে কেরাণীহাট একটি বেসরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ৫১ টি সেলাই করা হয়। বর্তমানে হাসপাতালে সে মৃত্যুও সাথে পাঞ্জা লড়ছেন।
খবর পেয়ে ঘটনার পরপর চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদেরকে বলেন আপাতত ২জনের নাম পেয়েছি তা যাচাই বাচাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।