”শেখ হাসিনার অবদান,ডিজিটাল হল জীবনমান” এই প্রতিবাদ্যকে সামনে রেখে প্রত্যন্ত অঞ্চলে জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে ইন্দুরকানীতে সাসটেইনএবল ডিজিটাল সেন্টার শুভ উদ্বোধন ও অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার পাড়েরহাট আবাসন এলাকায় রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: এম মতিউর রহমান। এ সময় বক্তব্য রাখেন সরকারি ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন বাচ্চু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- ইন্দুরকানী প্রেসক্লাব সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক প্রেসক্লাব সভাপতি ও উপজেলা যুগান্তর প্রতিনিধি এইচ এম ফারুক হোসাইন, সাংবাদিক কেএম শামীম রেজা, জিয়াউল ফকির, পাড়েরহাট নৌ বন্দর পুলিশ ফাড়ির ইনচার্জ জামসেদ, জেপির যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদ দুলাল,জেপি নেতা মনিরুজ্জামান খান,পাড়েরহাট বাজার কমিটির সভাপতি লাভলু মল্লিক প্রমুখ। সভায় প্রধান অতিথি ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন অগ্রগতি তুলে ধরে বলেন দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে, অত্র ডিজিটাল সেন্টার সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মানউন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। সভাটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ আলতাফ হোসেন।