ভোরের কাগজের সম্পাদক, প্রকাশক, বার্তা সম্পাদকসহ পাঁচ জনের বিরুদ্ধে কুমিল্লায় মানহানী মামলার প্রতিবাদে কলাপাড়া মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে গণমাধ্যম কর্মীরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার উদ্যোগে কলাপাড়া প্রেসক্লাব সংলগ্ন শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এইচ আর মুক্তার সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবির, সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ভোরের কাগজের প্রতিনিধি এসকে রঞ্জন, রিপোটার্স ক্লাবের সদস্য ইমন আল আহসান প্রমুখ। এ সময় কলাপাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা অবিলম্বে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।