নিজ প্রতিষ্ঠানের ১০ম শ্রেণির ছাত্রীন সাথে প্রেম করে বিয়ে করতে বাধ্য হওয়ায় শিক্ষক মজিবুল ইসলামকে পঞ্চগড় টেকনিক্যাল স্কুল এ- কলেজে বদলী করা হয়েছে। পীরগঞ্জ মেরীন একাডেমি সংলগ্ন “টেকনিক্যাল স্কুল এ- কলেজে” শিক্ষক ছিলেন তিনি। গত ২৪ মে তাঁকে বদলীর নির্দেশ দেয়া হয়। জানা গেছে, প্রায় ৯ মাস আগে শিক্ষক মজিবুল ইসলাম পীরগঞ্জ টেকনিক্যাল স্কুল এ- কলেজে যোগ দেন। তারপর তিনি ওই প্রতিষ্ঠানের ১০ম শ্রেণির ছাত্রী ঈশিতা খাতুনকে প্রেমের ফাঁদে ফেলেন। একপর্যায়ে গত এপ্রিলের মাঝামাঝি ওই ছাত্রীকে বিয়ে করেন। রংপুর শহরের বাসিন্দা ওই শিক্ষকের আরও এক স্ত্রী ও সন্তান রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভাইরাল হয়। এরই প্রেক্ষিতে ২৩ মে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ওমর ফারুক ওই শিক্ষক কে পঞ্চগড় টেকনিক্যাল স্কুল এ- কলেজে বদলীর আদেশ দেন। ২৪ মে বদলীর আদেশটি পীরগঞ্জ টেকনিক্যাল স্কুল এ- কলেজে আসে। অবশ্য এখনো ওই শিক্ষক তার নতুন কর্মস্থলে যোগদান করেননি বলে জানা গেছে। ছাত্রীকে বিয়ে করা শিক্ষক মজিবুল ইসলাম বলেন, বিয়ে করা অপরাধ নয়। মুলতঃ প্রিন্সিপাল আমাকে ডিজলাইক করে। তিনিই আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাকে সরিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, অনেকেরই বয়স জন্ম সনদে চুরি করা হয়। আমি যাকে বিয়ে করেছি, তার বয়স ১৯ বছর। সে আমার প্রতিষ্ঠানের ১০ম শ্রেণিতে পড়ছে। কলেজটির অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল বলেন, ওই শিক্ষক আমাদের প্রতিষ্ঠানের ১০ম শ্রেণির ছাত্রীকে বিয়ে করার খবর শিক্ষক-শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। তবে ওই শিক্ষক বা ছাত্রীর পরিবারের কেউই অভিযোগ করেনি। তিনি জানান, কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত নির্দেশে ওই শিক্ষককে পঞ্চগড় টেকনিক্যাল স্কুল এ- কলেজে বদলী করা হয়েছে। উল্লেখ্য, ওই ছাত্রী পীরগঞ্জ টেকনিক্যাল স্কুল এ- কলেজের ধার ঘেঁষা বাহাদুরপুর গ্রামের ফল ব্যবসায়ী এরশাদুল হকের কন্যা।